প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আমেরিকার বিখ্যাত লিংকন ইলেক্ট্রিক কোম্পানির যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়েল্ডিং সেন্টার। ০৬ নভেম্বর ২০২৩, সোমবার, সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রবর্তক মোড়স্থ ভবনে ওয়েল্ডিং সেন্টারটি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার (আইটি) কামরুল হাসান, সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) আবু রাসেল চৌধুরী, আইটি সাপোর্ট এন্ড মেইনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট বিভাস পাল। লিংকন ইলেক্ট্রিক কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের অথোরাইজ ডিস্ট্রিবিউটর এজেডএন কর্পোরেশনের ডিরেক্টর চৌধুরী মাহতাব উদ্দিন, সেলস ইঞ্জিনিয়ার এম. তামজিদুল ইসলাম দীপ্ত ও ওয়েল্ডার শেখ ফরিদ।
উদ্বোধনকালে প্রফেসর ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ওয়েল্ডিং সেন্টার চালু হলো। এখানে ওয়েল্ডিং জগতের খুবই অত্যাধুনিক যন্ত্র ‘ওয়েল্ডিং সিম্যুলেটর (ভোরটেক্স ৩৬০)’ স্থাপন করা হয়েছে। বাংলাদেশে এই যন্ত্র স্থাপনের এটাই প্রথম ঘটনা। সুতরাং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ওয়েল্ডিং সেন্টারের শুরু বাংলাদেশের শিল্পজগত ও যন্ত্রজগতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বিরাট সূচনা ও অগ্রযাত্রা।
তিনি উল্লেখ করেন, ওয়েল্ডিং প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ ও নিরাপদ কোনো প্রতিষ্ঠান নেই মনে হয়। বাংলাদেশে প্রিমিয়ার ইউনিভার্সিটিই ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়েল্ডিং সেন্টার’ নামে অত্যাধুনিক প্রতিষ্ঠানের সূচনা ঘটাল। এই ওয়েল্ডিং সেন্টারে সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত ওয়েল্ডিং প্রশিক্ষণ প্রদান করা হবে। এতোকাল ধরে অনিরাপদ প্রতিষ্ঠানগুলোতে ওয়েল্ডিং শেখা বেশিরভাগ শ্রমিকেরা মূলত অদক্ষ। একারণে তারা দেশ-বিদেশে ভালো বেতনের চাকরি পায় না। প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্দেশ্য হলো, বাংলাদেশে ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং গড়ে তুলবে এবং সার্টিফাইড ওয়েল্ডার্স সৃষ্টি করবে; যার ফলে তারা দেশ-বিদেশে ওয়েল্ডার্সের যে-বিরাট চাহিদা, তা মেটাবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।
Read Moreআমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে
Read More