প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ৪৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ (বুধবার), সকাল ১০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী মানিক।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দিতে হলে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে, শৃঙ্খলা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তোমরা দেশ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে ও নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীল চিন্তাভাবনা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বলেন, সিএসই বিভাগের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে টিচিং, লার্নিং ও অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি প্রফেশনাল ও গবেষণামূলক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, নতুন শিক্ষার্থীদের কাছে প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তুলে ধরা হয়। তিনি শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে অহংকার পরিহার করে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাঙ্গনের সুশৃঙ্খল পরিবেশই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক তন্বী ধুম। সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেন। প্রভাষক অভিষেক দাশ, নাদিম বিন হোসাইন ও চৌধুরী ফারিহা কামরুল প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সিএসই বিভাগের পরিচয় ও কার্যক্রম, এছাড়া সিএসই বিভাগের আউটকাম বেইসড কারিকুলাম সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করেন।
প্রভাষক নূর তাজ রেজোয়ানা ও ইশতিয়াক আহমেদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।