 
                             
                                
                            বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশনস এন্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৪, রবিবার, বেলা ২টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। কিনোট স্পিকার ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে। এই অ্যাক্রেডিটেশন প্রাপ্তি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগের শিক্ষকদের, যাঁরা এই অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে অ্যাক্রেডিটেশনের জন্য বিশ্ববিদ্যালয়কে যেসব বিদ্যায়তনিক আবশ্যিক প্রয়োজন অর্জন করতে হবে, সেসব বিষয়ে যে-আলোচনা করেছেন, তা খুবই ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। এইজন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
কিনোট স্পিকার প্রফেসর ড. এস. এম. কবীর বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অ্যাক্রেডিটেশনের যে-প্রস্তুতি গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রেজারার এবং আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক প্রফেসর এম মঈনুল হক ও মোহাম্মদ ইফতেখার মনির।
                        
 
                                                Prayer Ceremony on the Demise of Syed Mohammad Minhaj Hossain, Chairman of the CSE Department, Premier University.
Read More 
                                                Vice Chancellor expresses condolence over the death of Syed Mohammad Minhaj Hossain, Chairman of the Department of CSE, Premier University.
Read More 
                                                Admission Test for B.Sc. in CSE Program Held at Premier University’s CSE Department.
Read More 
                                                প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
Read More 
                                                প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর জমকালো উদ্বোধন ।
Read More 
                                                প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ব্লকচেইন লেনদেন বিশ্লেষণে অস্বাভাবিকতা শনাক্তকরণ বিষয়ক গবেষণা সেমিনার ।
Read More 
                                                প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন ।
Read More