সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ইলেক্ট্রিক্যাল মেশিন এন্ড ইটস এপ্লিকেশন’ শীর্ষক দিনব্যাপী পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করা ও নিজেদের প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় এই পোস্টার প্রদর্শনী। এতে সর্বমোট ২২টি পোস্টার প্রদর্শিত হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. তৌফিক সাঈদ তাঁর বক্তব্যে বলেন, প্রকৌশল শিক্ষায় যারা লেখাপড়া করেন তাদের শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও নানা প্রকার প্রেজেন্টেশন দিতে হয়। নতুন পণ্য ডিজাইন করা বলুন কিংবা সেই পণ্যের বিপণন বলুন সবক্ষেত্রেই একটি ভালো প্রেজেন্টেশন অনেক গুরুত্ব বহন করে। আপনি একটি ভালো পণ্য তৈরি করলেন কিন্তু সেই পণ্যের তথ্য বাজারে সুন্দরভাবে যদি প্রদর্শন করতে না পারেন তাহলে পণ্যটির বাজারজাতে অনেক সমস্যা হতে পারে। তাই আমাদের শিক্ষার্থীরা শিক্ষাজীবন থেকেই এ ধরনের প্রদর্শনীতে নিজের পোস্টার প্রেজেন্টেশন করতে নিজের কাজকে অন্যের কাছে তুলে ধরতে সক্ষম হচ্ছে। এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সুফল বয়ে আনবে।
অনুষ্ঠানের সভাপতি টুটন চন্দ্র মল্লিক তাঁর বক্তব্যে বলেন, আমাদের ছাত্রছাত্রীরা চাকরি জীবন কিংবা চাকরির ইন্টারভিউতে যাতে খাপ খাইয়ে নিতে পারে তাই এ ধরনের আয়োজন বিভাগ থেকে করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই আয়োজন সফল হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সহ পাঠক্রমিক কার্যক্রম, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনকে প্রসারিত করবে বা এগিয়ে নিয়ে যাবে, তার আয়োজন তড়িৎ প্রকৌশল বিভাগ আগেও যেমন করেছে ভবিষ্যতেও করবে।
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নুর, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক একরামুল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক সামিনা আলম, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক মোহাম্মদ আজিম খান, প্রভাষক সানজিদা আক্তার তুনাজ, প্রভাষক সৌমেন দত্ত ও প্রভাষক এম এ হাফিজ ।
জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে ২৬ মার্চ ২০২৩।
Read Moreইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ, জাতীয় গণহত্যা দিবস।
Read Moreবাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে দশম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পিইউডিএস-এর উদ্যোগে শুরু হয়েছে ‘দশম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২৩’।
Read More৪৬ ব্যাচের আয়োজনে শ্রমিকের অধিকার বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে স্যোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে.
Read More