পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়ার অধ্যাপক সার্গেই চেরনিকোভ এর প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শন ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার সূচনা।
সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি জিইসি মোড় ক্যাম্পাস পরিদর্শনে আসেন রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ( আর ইউ ডি এন) এর ইন্টার্নেশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সার্গেই চেরনিকোভ। এসময় তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য বোরহানুল হাসান চৌধুরী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ তৌফিক সাঈদ, ইউনিভার্সিটি রেজিস্টার খুরশিদুর রহমান, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক , ইনসাইড অটোমাটার সিইও শহিদুল ইসলাম ও রাশিয়ান প্রফেসরের সফরসঙ্গী পিপলস ফেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া এর দক্ষিণ এশিয়া বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মাকসুদুর রহমান। এ সময় দুই পক্ষের মধ্যে দুটি ইউনিভার্সিটির মাঝে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য একটি এমওইউ সাইন এর ব্যাপারে বিশদ আলোচনা হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বোরহানুল হাসান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে অতিথির সাথে আলোচনা করেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর তৌফিক সাঈদ গবেষণা ক্ষেত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন উল্লেখ করে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণায় বিশদ কথা বিশেষভাবে উল্লেখ করেন। এসময় অথিতি সারগেই চেরনিকোভ প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ও গবেষণার প্রশংসা করেন এবং তাঁর বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ সাইন এর ব্যাপারে মৌখিকভাবে সম্মতি প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি এক নতুন দিগন্তের সূচনা করলো।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন ।