প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে কোভিড-১৯-টিকার জন্য আয়োজিত ‘টিকাদান কর্মসূচি’ সমাপ্ত হয়েছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে কোভিড-১৯-এর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য দু’দিন ব্যাপী আয়োজিত ‘টিকাদান কর্মসূচি’ সমাপ্ত হয়েছে ২৩ জানুয়ারি ২০২২, রবিবার। প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরীর সহযোগিতায় বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই টিকাদান কর্মসূচির শেষদিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা ১ম ডোজ নেওয়ার সময় সরবরাহকৃত টিকা কার্ড ও নিজ নিজ স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। তিনি বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও করোনা থেকে সুরক্ষার জন্য সবাইকে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।
টিকাদান কর্মসূচির শেষদিনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান জনাব মৃণাল দাশ ও স্বাস্থ্যসহকারীবৃন্দ।